মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুল পার্টি সম্পন্ন ॥ শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান করা শিক্ষকদের গুরু দায়িত্ব

53

মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান হাজী আবদুল গফফার বলেছেন, সুস্থ চিন্তা ও বিবেকবান মানুষ তৈরী করতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান করা শিক্ষকদের গুরু দায়িত্ব। মল্লিকা ইন্টারন্যাশনার স্কুলের স্কুল পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে মল্লিকা ইন্টারযাশনাল স্কুলের প্রিন্সিপাল মো: আবদুল আহাদের সভাপতিত্বে ও শিক্ষিকা পপি বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষিকা শর্মিলা দাস। স্কুুুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছনিয়া আক্তার, নাজিফা বানু তানজিনা, আব্দুল মুমিন মাহির, তাছনিয়া, তামান্না।
এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে শম্পা চৌধুরী, অনুপমা দেবি, লিপিকা দাস, সীমা দাস, মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা মোটুসী দাস, রাহিমা বেগম, মুন্নি আক্তার, সুখি বেগম, সুপি দাস, জেনি বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি