গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে ৪ জনকে। তারা আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে ২ জনের বিরুদ্ধে ১৮টি ডাকাতি মামলা রয়েছে।
আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজারের নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাইফুল ওরফে ছয়ফুল (৩২), জালালাবাদ থানার আলী নগর নোয়াগাও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ফয়জুল (৩৬) এবং হেংলাকান্দি নোয়াগাও গ্রামের আব্দুল আলীর ছেলে ইয়াকুব আলী। অপর আটককৃতের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি গোলাপগঞ্জ বরে জানা গেছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে নগরীর মহাজন পট্টি থেকে ছয়ফুলকে আটক করা হয়। একই দিন পৃথক অভিযানে দক্ষিণ সুরমার দরিয়াশাহ মাজার গেইট থেকে আটক করা হয় ফয়জুল ও ইয়াকুব আলীকে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত স্কু ড্রাইভার, টর্চ লাইট, মানকি ক্যাপ, প্লাস, সেলাই রেঞ্জ ও চাকু জব্দ করা হয়। তাছাড়া ৩ জনের কাছ থেকে ডাকাতি হওয়া টাকার মধ্য থেকে ২ হাজার ৯১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এদিকে, বুধবার দুপুরে আরো এক ডাকাতকে আটক করা হয়েছে। তার বাড়ি গোলাপগঞ্জে।
মামলায় উল্লেখ করা হয়েছে, পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের রণকেলী নুরুপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে শুক্রবার ৩ জানুয়ারি গভীর রাতে ৭-৮ জন মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় তাদের বাঁধা দিলে প্রবাসী সিরাজ মিয়ার (৮এরপর দেখুন ২ এর পাতায়)