কানাইঘাটে আলোচনা সভায় ড. সুভাষ চন্দ্র ॥ ভিশন’২১ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

47

News Pictureকানাইঘাট থেকে সংবাদদাতা :
স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক, ড: সুভাষ চন্দ্র বিশ্বাস বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য ভিশন’২১ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করায় ইতিমধ্যে দেশের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। জনগণের দোড়গোড়ায় সরকারের নেওয়া উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের জন্য তিনি সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। সেই সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ড: সুভাষ চন্দ্র গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ইউটিডিসি হলে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করন শীর্ষক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা-আইটি) মিরাজুল ইসলাম উকিল, জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন আক্তার মিলি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ইসরাত জাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি,সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।