কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে জিকে গউছের নাম প্রত্যাহারের দাবিতে নবীগঞ্জে যুবদলের মানববন্ধন

27

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং তার নাম প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জ জেলা যুবদলের কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, ইউপি চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী, সহ-সভাপতি নাসির আহমদ চৌধুরী, আব্দুর রহিম, কাউন্সিলর সুন্দর আলী, মাওঃ মোস্তফা আল হাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মজিদুর করিম মজিদ, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ চৌধুরী রিপন, আল হেলাল, আব্দুর রকিব, আব্দুল আহাদ, এমদাদুর রহমান লেবু, হাফিজ আহমদ চৌধুরী, বেলায়েত হোসেন বেলাল, সাজান চৌধুরী, স্বপন আহমদ ডন, একে আজাদ লেবু, বিভূ আচার্য্য, কামরুজ্জাান চৌধুরী, সাহেব আলী, আহমদ ঠাকুর রানা, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, নাজিউর আহমদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, অলিউর রহমান অলি, আব্দুস ছুবান, খোকন আহমদ, মেহেদী হাসান জসিম, শাহ জসিম উদ্দিন, সাইদুর রহমান, মাহিন আলম মহসীন, মাহমুদ আহমদ, মীর বাচ্চু, শামীম আহমদ মনা, আনকার মিয়া, রমিজ আলী, ইউনুছ আলী, জফর মিয়া, ছানু মিয়া, আক্তার উদ্দিন, সমুজ মিয়া, হিলাল মিয়া, শেখ স্বপন, জাকির চৌধুরী, জাবেদ চৌধুরী, শেখ কামাল, আনকার মিয়া, হাফিজুর রহমান, কুরুশ মিয়া, সমছু মিয়া, আলী নুর, তোহেল মিয়া, শোয়েব চৌধুরী, সাইদুল হক, ইসমত আলী, কামরুল হাসান, শেখ সেজু মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছকে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সম্পৃক্ত করেছে। সরকারের এই নীল নকশা এদেশের মানুষ প্রতিহত করবে। তারা অনতিবিলম্বে তাদেরকে উক্ত চার্জশিট থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর সিলেটে গণ আন্দোলন গড়ে তোলা হবে।