তাহিরপুর সীমান্ত থেকে ৫ বাংলাদেশী কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ, গুহায় পড়ে আহত ১

34

bsf_banglanews24_384219490সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে ৫ বাংলাদেশী কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আটককৃতরা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের শহিদ মিয়া (২৩), আমিনুল ইসলাম (২০), লিটন মিয়া (১৮), দিন ইসলাম (১৬), শহিদ উল্লা (১৯)। গতকাল বুধবার বিকাল ৪টায় চাঁরাগাও সীমান্তের ১১৯৬ পিলার এলাকা দিয়ে কয়লা পাচারের সময় বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো লালঘাট গ্রামের মঞ্জিল মিয়া, জয়নাল মিয়া, ঝানু মিয়া, আব্দুল হাইর নেতৃত্বে প্রায় ২০-২৫জন শ্রমিক চোরাইপথে ভারত থেকে কয়লা পাচার করতে যায়। এ সময় বিএসএফ তাড়া করলে বেশির ভাগ শ্রমিকরা পালিয়ে আসতে সক্ষম হলেও ওই ৫ কয়লা শ্রমিকে ধরে ফেলে। এর আগে গত মঙ্গলবার একই সীমান্তের বাঁশতলা এলাকা দিয়ে কয়লা পাচার করার সময় চোরাই কয়লার গুহায় চাপা পড়ে চাঁরাগাঁয়ের মনা মিয়া নামের এক শ্রমিক গুরুতর আহত হয়। চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার মহসিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিরা বালিয়াঘাট সীমান্ত এলাকার বাসিন্দা। টেকেরঘাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুর রউফ জানান, আটককৃত শ্রমিকদের ফেরত চেয়ে বিএসএফের নিকট চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সুুনামগঞ্জ ৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের কড়া নজরদারির কারণে ক্ষণিকের জন্য চোরাচালান বন্ধ হলেও স্থানীয় চাঁরাগাঁও বিজিবি ক্যাম্পের প্রত্যক্ষ মদদে গত সপ্তাহ খানে যাবৎ চাঁরাগাঁও সীমান্তে চোরাচালানীরা আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে চাঁরাগাঁও সীমান্তে চোরাচালানীরা আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টায় চাঁরাগাঁও সীমান্তের ১১৯৬ পিলার সংলগ্ন পশ্চিম দিকে অবস্থিত বাঁশতলা এলাকা দিয়ে ভারত থেকে কয়লা পাচারের সময় শ্রমিক মনা মিয়া চোরাই কয়লার গোহায় চাপা পড়ে গুরুতর আহত হয়। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চাঁরাগাঁও গ্রামের চান মিয়া মুন্সির ছেলে। আইনি ঝামেলা এড়াতে ওই শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।