ছাত্র যুব ফেডারেশনের সভা ॥ আরিফুল হক চৌধুরীকে হত্যাকান্ডের চার্জশীটভুক্ত করায় নগরবাসী মর্মাহত

57

গতকাল বিকেলে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের জরুরী সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী সমাজ উন্নয়ন ও সেবাধর্মী কর্মকান্ডের ধারাবাহিকতায় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে মডেল ওয়ার্ড গঠনের মধ্য দিয়ে তাঁর জনপ্রিয়তা অর্জনের সূচনা। একই সময়ে তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম  এম. সাইফুর রহমানের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে অবিরতভাবে দিনরাত কাজ করে গেছেন। এরই মধ্য দিয়ে  উন্নয়নের মডেল রূপকার হিসেবে আরিফুল হক চৌধুরী গ্রহণযোগ্যতা অর্জন করেন। তিনি এবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর একজন অভিভাবক হিসেবে নগরীর দীর্ঘদিনের পুঞ্জিভুত সমস্যা সমাধানের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন ও নগরবাসীর প্রত্যাশিত নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নগরীর বেদখল স্থাপনা ও সম্পদ উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নালা-খাল উদ্ধারে ও ক্লিন নগরী গঠন করতে জোরালো  ভূমিকা রাখছেন। একটি মডেল নগরী গড়ে তুলতে সিলেটের অভিভাবক সিলেটবাসীর গর্ব মাননীয় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে তাঁর অভিভাবক হিসেবে পরামর্শ নিয়ে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। নগরবাসী যখন উন্নয়ন ক্ষেত্রে আশার আলো দেখতে শুরু করেছেন, সেই মুহূর্তে আরিফুল হক চৌধুরীকে জড়িয়ে হত্যাকান্ডের সম্পূরক চার্জশীট দাখিল রহস্যজনক বলে মনে করছেন নগরবাসী। আমরা দেশ ও জাতির সম্পদ আমাদের অহংকার সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। যাতে এহেন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না হয়, এ জন্য প্রকৃত খুনী ও হত্যার সাথে প্রকৃত জড়িতদেরকে বের করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক রাষ্ট্রীয় বিচার আমাদের একান্ত কামনা। কিন্তু এ হত্যাকান্ড সংঘটিত হওয়ার প্রায় ১০ বছর পর ৩য় চার্জশীটে সেবাধর্মী কাজে বিশ্বাসী এবং যিনি দিন-রাত অবিরতভাবে উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে আসছেন, সেই আরিফুল হক চৌধুরীর মত ব্যক্তিত্বকে জড়ানো রহস্যজনক বলে মনে হচ্ছে। সমাজসেবী ও উন্নয়নে বিশ্বাসী ব্যক্তিরা কখনও সন্ত্রাসী বা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকতে পারে না। তাই নগরবাসীর আশা-আকাক্সক্ষাকে ভূলুণ্ঠিত এবং উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে জননেতা মেয়র আরিফুল হক চৌধুরীকে হয়রানী না করার জন্য জোর দাবী জানানো হয়। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং সিলেটবাসীর অহংকার ও গর্ব সিলেটবাসীর অভিভাবক মাননীয় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আশু হস্তক্ষেপ ও পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয়।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন, সাইফুর রহমান চৌধুরী রাসেল, আবু বকর দুলাল, নির্বাহী সভাপতি আমিনুর রহমান আলম, সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক তাইফুর খান, যুগ্ম সম্পাদক রুহেল খান, অফিস সম্পাদক সামছুল হুদা খান ডালিম, তাহিন তালুকদার, মাহমুদুল হাসান চৌধুরী, নুরুল ইসলাম সুমন, সাখাওয়াত হোসেন সাজু, মাহিন আহমদ, মাহবুবুর রহমান, সামছুল ইসলাম, খালেদ হোসেন রুমেল, কাওছার আহমদ, আশফাক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি