জকিগঞ্জে সকালের বাজার শুরু উপলক্ষে মতবিনিময় সভা

39

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
সকালের বাজার শুরু হতো বিকেলে, দৈনন্দিন এভাবে বাজার হওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ। তবে এবার শুরু হচ্ছে জকিগঞ্জে সকালের বাজার। এ উপলক্ষে জকিগঞ্জ পৌরসভার উদ্যোগে স্থানীয় সুপারি হাটে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ। তিনি বলেন ঐতিহ্যবাহী বাজারের সৌন্দর্য্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বাজারের বিদ্যমান সমস্যা নিরসনে পৌরসভার পদক্ষেপ নেওয়া উচিত। সকালে জকিগঞ্জ বাজার শুরু করতে পৌরসভা ও বাজার ব্যবসায়ী কমিটির সমন্বয়ে উদ্যোগ শিগগির নেওয়ার আহ্বান জানান তিনি।  সভার আয়োজকসহ সংশ্লিষ্টদের স্বাগত জানান তিনি। ব্যবসায়ী আব্দুল মালিক আনসারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাকীম হায়দর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা পজিপ সহকারি অফিসার মো: তোফাজ্জল হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, পরিচালক এনামুল হক মুন্না, মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মেম্বার, মানবাধিকার কমিশনের পৌর সভাপতি ফুরকান আহমদ মুন্সী মেম্বার, রাজনীতিক আব্দুল আহাদ, ব্যবসায়ী ফয়েজ আহমদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।