খাদ্য চাহিদা পূরণে মান সম্পন্ন বীজের বিকল্প নেই – সিকৃবির ভিসি

17

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম বলেছেন, দেশের খাদ্য ঘাটতি মোকাবেলা করতে হলে মান সম্পন্ন বীজ উৎপাদন করে কৃষকদের মধ্যে সরবরাহ করতে হবে। তিনি বলেন, শুধু মাত্র মান সম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমেই দেশের সামগ্রিক বীজ উৎপাদন ২০ থেকে ২৫ ভাগ বাড়ানোর সম্ভব। গতকাল শনিবার তিন মাস ব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট সীট টেকনোলজি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরবলেন, কৃষিজাত ফসলের অর্থনৈতিক মেরুদন্ড হলো উন্নত জাতের সুস্থ বীজ। সাউরেস পরিচালক এবং কোর্স সমন্বয়কারী প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকিউএসএসপি প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস বিজ্ঞান অনুষদীয় ডীন প্রফেসর ড. মো. শাহাবউদ্দিন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ডীন প্রফেসর ড. শাহজাহান মজুমদার, কৃষি অনুষদীয় ডীন প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মিঠু চৌধুরী, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, অর্থ পরিচালক প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, প্রফেসর নুর হোসেন মিয়া, বিএডিসিরি যুগ্ন পরিচালক তপন কুমার আইচ প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত ১৮ আগষ্ট থেকে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে বিএডিসি, ডিএই, এসআরডিআই সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানী ও সম্প্রসারণবিদরা অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি