মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল-সমাবেশে জালালী পংকী ॥ ১/১১ এর দালাল ও বসন্তের কোকিলদের দিয়ে গঠিত কমিটি তৃণমূল নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে

53

gসিলেট মহানগর বিএনপির পকেট কমিটিকে প্রত্যাখ্যান করে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের পরিচালনায় সিটি পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন দলের নিবেদিত প্রাণ ও আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিকদের বাদ দিয়ে ওয়ান ইলেভেনের যৌথবাহিনীর দালাল সুবিধাবাদী বর্ণচোরা, ভূমিখেকোদের দিয়ে গঠিত সিলেট মহানগর বিএনপির পকেট কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মানে না, মানবে না।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সালেহ আহমদ খসরু, এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, নাজিম উদ্দিন লস্কর, ফয়েজ আহমদ দৌলত, সাবেক কমিশনার কামাল মিয়া, কাউন্সিলর দিনার খান হাসু, সুলেমান হোসেন, মকবুল হোসেন, আব্দুল জব্বার তুতু, হাজী শওকত আলী, হোসেন আহমদ, নুরুল মোমিন খোকন, আরিফ ইকবাল নেহাল, হাবিব আহমদ চৌধুরী শিলু, শেখ ইলিয়াস আলী, খসরুজ্জামান খসরু, আজমল হোসেন, আবুল হোসেন, শরফ রাজ আহমদ চৌধুরী, জিয়াউর রহমান দ্বিপন, আলী আহমদ, জসিম উদ্দিন, মাওলানা নুরুল হক, মহিলা দল নেত্রী কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর সালেহা কবির শেপী, কাউন্সিলর আমেনা বেগম রুমি, এডভোকেট জোহরা জেসমিন, শহীদ আহমদ চেয়ারম্যান, একেএম তারেক কালাম, সৈয়দ জয়নুল হক, জাকির হোসেন, ফয়জুল কয়েস, আব্দুল গফফার, এডভোকেট জাফর ইকবাল তারেক, দুলাল আহমদ, তোফাজ্জল আলী, সেলিম আহমদ, শেখ মোহাম্মদ কবির আহমদ, কাজী মুহিবুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, লায়েছ আহমদ, হুমায়ুন আহমদ, এম.এ.মান্নান, কয়েস আহমদ সাগর, পিয়ার উদ্দিন পিয়ার, সিরাজ খান, মঈনুল হক স্বাধীন, আবুল বাশার মেম্বার, জহির হোসেন পীর, এম.ডি কাবুল, শাহান খান, শাহনুর আহমদ, জাহিদুর রহমান জাহেদ, মাসুক আহমদ, আব্দুর রহিম প্রমুখ। মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শমসের মুবিনের ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে। বিজ্ঞপ্তি
yM