নগর ভবনে ভেঙ্গে ফেলা প্রধানমন্ত্রীর নামফলক পুনর্নির্মাণ

30

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনের নির্মানাধীন নগরভবনে প্রধানমন্ত্রীর নামফলক ভেঙ্গে ফেলার কয়েক ঘণ্টার মাথায় পুনরায় নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় সিসিকের ট্রাক চালককে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার ময়লাবাহী ট্রাক ঘুরাতে গিয়ে ধাক্কা লেগে ফলকটি ভেঙ্গে যায় বলে ওই চালক স্বীকার করেছেন। চালকের নাম বিন্দু রবি দাস। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছিল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বুধবার সকালে নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। একই সাথে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। পরে বিন্দু রবি দাস নামে সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকের এক চালক তদন্ত কমিটির কাছে স্বীকার করেন ট্রাক পার্কিংয়ের সময় অসাবধানতাবশত ধাক্কা লেগে ফলকটি ভেঙে যায়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, ২০১২ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনের ১২তলা নগরভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।