ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি.এস.ই বিভাগের প্রোগামিং ও মোবাইল অ্যাপস প্রতিযোগিতা

74

DSC_0130.psdসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং কন্টেস্ট ও মোবাইল এ্যাপস প্রতিযোগিতা আই.সি.টি ফেস্ট স্পীরিং ২০১৪ গতকাল বুধবার সকালে ইউনিভার্সিটির হল রুমে  অনুষ্ঠিত হয়। সি.এস. ই বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপচার্য্য প্রফেসর ডক্টর সুশান্ত কুমার দাস। সি.এস.সি বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর ড. খন্দকার মমিনুল হক এর সভাপতিত্ব ও ৩য় বর্ষের ছাত্র প্রদুর্য্য গোস্বামীর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রক্টর জত্তহর লাল দাস, সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, অনুষ্ঠানে সহকারী আহ্বায়ক অধ্যাপক সুশান্ত আচার্য্য, সহকারী প্রক্টর ও পাবলিক রিলেকশন অফিসার তারেক উদ্দিন তাজ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে দক্ষ এবং সুশীল মানুষ হওয়ার উপর জোর আরোপ করেন প্রধান অতিথি ড. সুশান্ত কুমার দাস। একই দিন বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণকারী সবাইকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা  হয়। বিজ্ঞপ্তি