রোটারী ক্লাব অব জালালাবাদ এর উদ্যোগে ॥ বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা ও বার্ণ রোগীদের অপারেশন ১৬ নভেম্বর

88

বিশ্বজুড়ে রোটারী আন্দোলনের মানব দরদী কার্যক্রমের অংশ হিসাবে রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর আওতাধীন রোটারী ক্লাব অব জালালাবাদ সিলেটে আধুনিক প্লাস্টিক সার্জারী অপারেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছে। ঠোঁট কাটা তালু কাটা ও বার্ণ রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে এই অপারেশন করা হবে। আগামী ১৬ নভেম্বর থেকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আমেরিকার বিখ্যাত প্লাস্টিক সার্জারি টিম রোটাপ্লাস্ট মিশন সপ্তাহব্যাপী এই অপারেশন কার্যক্রম পরিচালনা করবে। শেভরন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এই অপারেশন ক্যাম্পে শুধু গরীব দু:খী আর মেহনতি লোকজনই নয়, সমাজের সব শ্রেণী পেশার লোকজনের মধ্যে যারা ঠোঁট কাটা তালু কাটা ও পোড়া রোগী রয়েছেন সবার বিনা মূল্যে অপারেশন করা হবে। উদ্যোক্তা সংগঠন রোটারী ক্লাব অব জালালাবাদ এর প্লাস্ট প্রেসিডেন্ট ও রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮০ এর প্লাস্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান ডাক্তার মঞ্জুরুল হক চৌধুরী জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে রোটারীর উদ্যোগে যেসব মানবতাবাদী কার্যক্রম চলছে তার মধ্যে অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে এই প্লাস্টিক সার্জারি অপারেশন। চলতি বছর সিলেটে আমেরিকার বিখ্যাত প্লাস্টিক সার্জারি টিম এই অপারেশন কার্যক্রমে অংশগ্রহণ করবে বলে জানান তিনি। ডাক্তার মঞ্জুরুল হক চৌধুরী  তাদের এই মহতি কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদানের জন্যে শেবরণ বাংলাদেশ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সপ্তাহব্যাপী এই চিকিৎসা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সম্পূর্ণ বিনা মূল্যে এই অপারেশনের সুযোগ গ্রহণে আগ্রহীরা আগামী ১৬ নভেম্বরের মধ্যে ০১৭১১৮০৮৭০৩ অথবা ০১৭৩০৬৩৯০২৪ অথবা ৭২০১২৩ এসব ফোন নম্বরে এবং সরাসরি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি