শিবগঞ্জে লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি ॥ ১৫ লাখ টাকার মালামাল লুট

27

স্টাফ রিপোর্টার :
নগরীর শিবগঞ্জ সাদিপুর আবাসিক এলাকায় এক লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী সশ্রস্ত্র ডাকাতদল বাসার কলাপসিবল গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ৮/১০ জন ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, পাউন্ড, রিয়াল, লেপটম ও মোবাইলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল শনিবার ভোররাতে ৪৬ নং বাসায় এ ডাকাতীর ঘটনা ঘটে।  খবর পেয়ে গতকাল দুপুরে জনপ্রতিনিধি ও প্রশানের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসার বাসিন্দা লন্ডন প্রবাসী  আব্দুল মতিন জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে পরিবার পরিজনকে নিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে একজনের ধাক্কায় তার ঘুম ভাঙলে বিছানার পাশে মুখোশ পরা কয়েকজনকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বলে। পরে তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের মারধর করে বেঁধে বাখে। এ সময় ফিল্মি স্টাইলে ডাকাতরা ১৬ ভরি স্বর্ণ, ১২শত পাউন্ড, সাড়ে ৭শত রিয়াল, নগদ ৮০ হাজার টাকা, ৭টি দামি মোবাইল সেট, ১টি লেপটপসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। ডাকাতির খবর শুনে গতকাল শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান আব্দুল মতিন। তিনি আরো জানান, ডাকাতির ঘটনায় শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছেন।