কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

32

কানাইঘাট থেকে সংবাদদাতা :
গত রবিবার কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে নিহত বাংলাদেশী তরুণ আব্দুল খালিক (২০) এর লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। গত মঙ্গলবার বিকেল ৫টায় সোনারখেওড় সীমান্তবর্তী ১৪২৮নং মেইন পিলারের নোম্যান্সল্যান্ডে উভয়দেশের সীমান্তরক্ষী বিএসএফ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আব্দুল খালিকের লাশ বিএসএফ হস্তান্তর  করে। পরে কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম লাশটি গ্রহণ করে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেন। উল্লেখ্য যে, গত রবিবার বিকেলে কানাইঘাট সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের আতাউর রহমান আতাইর পুত্র আব্দুল খালিক ও একই গ্রামের নুরুল হকের পুত্র খালিক আহমদ সহ কয়েকজন ভারত থেকে সুপারি নিয়ে সোনার খেওড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি করে আব্দুল খালিককে হত্যা করে। পরে তার লাশ ভারতীয় সীমান্তে নিয়ে ফেলে রেখে যায়। এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফ মঙ্গলবার আব্দুল খালিকের লাশ আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করে।