মহানগর বিএনপির ভাষা দিবস ও সদস্য নবায়ন কর্মসূচি ঘোষণা

3

 

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দলের প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। শুক্রবার ২১ ফেব্রæয়ারি জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে সকাল ৯টায় সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
পরদিন শনিবার (২২ ফেব্রæয়ারি) মুসলিম সাহিত্য সংসদের হল রুমে দুপুর ১২টায় দলের প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হবে। সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। কর্মসূচি গুলোতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, থানা কমিটির আহবায়ক-সদস্য সচিব, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যে সকল ওয়ার্ডে আহবায়ক কমিটি রয়েছে আহবায়কবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। -বিজ্ঞপ্তি