দুর্ঘটনার কবলে শাবি শিক্ষকদের বাস

2

শাবি প্রতিনিধি

বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকদের একটি বাস। তবে এতে কোনো শিক্ষক হতাহত হননি। গতকাল সোমবার টিলাগড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
পরিবহন প্রশাসক জানান, সকাল সাড়ে ৭টার দিকে টিলাগড় থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষকদের বাসের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাসে যাত্রী কম থাকায় কারো কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেন, ট্রাকটি আটকে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।