শাবিতে ইনোভেশন হাব প্রোগ্রামের কার্যক্রম শুরু যাদের আইডিয়া যত ভাল তারা বিশ্বে তত বেশি সম্মানিত

2

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব প্রোগ্রাম চালু করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে প্রোগামের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। ন্যাশনাল প্রোগ্রাম কোর্ডিনেটর এম. এল. খাবিরের সঞ্চালনায় প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে আইডিয়া। আমরা যারা গবেষণা করেছি তারা জানি আইডিয়ার কি দাম। যাদের আইডিয়া যত ভাল তারা বিশ্বে তত বেশি সম্মানিত। তোমাদের টিকে থাকতে হলে মেধা আর শ্রম দিয়ে টিকে থাকতে হবে। এই কম্পিটিশনে টিকে থাকার জন্য যে টুলস গুলো প্রয়োজন তা প্রদান করবে ইনোভেশন হাব। আমরা আইটি যুগের হিরো তৈরি করতে চাই। এই হিরো তৈরি করার জন্য ইনোভেশসন হাব ভাল উদ্যোগ নিয়েছে। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এম. শহীদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি।
ইনোভেশন হাব প্রোগ্রামে কোহর্টের-৩ এবং ৪ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।