স্টাফ রিপোর্টার
নগরীর আম্বরখানা এলাকায় আব্দুল গাফফার (৬৫) নামে এক রিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে আম্বরখানা পয়েন্টের পুলিশ বক্সের সামনে এ অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। মৃত্যুবরণকারী আব্দুল গাফফার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেগদাবা এলাকার বাসিন্দা। তিনি নগরীর শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আম্বরখানা পয়েন্টে রিকশা নিয়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে আম্বরখানা পয়েন্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যান। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে ওই রিকশা চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।