কাহের মিয়ার গলির ভবনে ফাটল, আতঙ্ক

17

কাজিরবাজার ডেস্ক :
নগরীর কাজিটুলার কাহের মিয়ার গলিতে। ৭তলা এই অ্যাপার্টমেন্ট ভবনের উপরের দিকে একটি ফাটল নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, কাজিটুলার কাহের মিয়ার গলির এএসএম অ্যাপার্টমেন্টের ৬ ও সপ্তম তলার সংযোগ স্থানে একটি ফাটল আগে থেকেই ছিল। তখন সেটি সরু ছিল। কিন্তু সোমবারের ভূমিকম্পের পর থেকে সেটি আরও বড় হয়ে দেখা যাচ্ছে। এনিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়া এই অ্যাপার্টমেন্টের অনেক ফ্লোরের ভাড়াটিয়াও বাসা ছেড়ে গেছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে অ্যাপার্টমেন্টের মালিকের পরিবারসহ কয়েকটি ভাড়াটিয়া পরিবার এখনো সেখানে অবস্থান করছেন বলেও জানা গেছে।
ভবনটির মালিক আবু সুফিয়ান সিলেট সিটি করপোরেশনের একজন তালিকাভুক্ত কন্ট্রাক্টর। ৬তলা ভবন ছিল এটি। কিন্তু ৭ম তলার কাজ করার এখানে একটি হাল্কা ফাটল ছিল। সেটি ছিল সংযোগ স্থলে। তিনি ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কেউ যাননি। সবাই আছেন।
তার দাবি, এই এলাকায় তার কয়েকজন শত্রু আছেন। তারাই গুজব রটিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।