আতাউর হত্যা মামলার আসামী দিরাইয়ে গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার

কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের আতাউর রহমান হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান অভিযুক্ত মো. আছাব আলীকে (৫৫) সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর মিডিয়া বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৩ জানুয়ারি রাত ৩টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর বাজার এলাকা থেকে আতাউর রহমান হত্যা মামলার প্রধান আসামী পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে মো. আছাব আলীকে (৫৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগে ১৪ ডিসেম্বর দুপুরে কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওড় থেকে আতাউর রহমানের লাশ উদ্ধার করা করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। এই মামলার প্রধান আসামী আছাব আলী। নিহত আতাউর রহমান কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের পশ্চিম পাড়ার মৃত বশির মিয়ার ছেলে।