কাজির বাজার ডেস্ক
বিশ্ব ইজতেমা আয়োজনে টঙ্গীর তুরাগ নদীর তীরে মাঠ প্রস্তুতির কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রæয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রæয়ারি (মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের) দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আশপাশের জেলা থেকে বিনাশ্রমে ময়দানের প্রস্তুতিকাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিস্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন তারা। এছাড়া ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে মূল বয়ানমঞ্চ প্রস্তুত করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি অতিথিদের থাকার জায়গা ও বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাটুকুতে সামিয়ানা টানানো হচ্ছে। মূল বয়ানমঞ্চের কাজ এগিয়ে চলছে। আগামী সপ্তাহের মধ্যে ময়দান প্রস্তুতির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।