মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

স্টাফ রিপোর্টার

শহরতলীর শিবেরবাজার এলাকা থেকে মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউপি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. জাহিদ ইসলাম (২১) ও বগুড়া জেলার কাহালু থানার কুসলীহার গ্রামের মোঃ রাজু পাং এর ছেলে নয়ন পাং (২২)।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে শিবেরবাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদসহ জাহিদ ও নয়নকে গ্রেফতার করা হয়।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে জালালাবাদ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।