আতিকুর রহমান, ছাতক
সাওতুল মাদীনা তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন বোর্ডে বিজয়ী হওয়ায় আলোচনা সভা ও শুকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর সিলেটের জালালাবাদ উপজেলার সোনাতলাস্থ মাদরাসা হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সাওতুল মাদীনা তাহফিজুল কুরআন মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাষ্টার আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাদরাসা পরিচালক হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও শুকরিয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতিনিয়া শহিদিয়া হুফ্ফজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ আবুল গফ্ফার আল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও মতিনিয়া শহিদিয়া হুফ্ফজুল কুরআন পরিষদের সাধারন সম্পাদক হাফিজ মাওলানা আবুল ফজল মো: ত্বোহা, মইয়ারচর মাদরাসার শিক্ষক শামসুল ইসলাম নুরী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
এসময় আজিজুর মালিক রুবেজ, তছির আলী, হাফিজ শামীম, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ময়নুল ইসলাম, আব্দুল মজিদ, সালেহ আহমদ, নজরুল ইসলাম, মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মজিদ নোমান, সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা সাইফুর রহমান তালুকদার, হাফিজ কামিল আহমদ, হাফিজ ছাদিকুর রহমানসহ শিক্ষার্থী ও শিক্ষানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন। ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডর অধীনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় গ্র্যান্ড ফাইনালে
৮০০টি প্রতিষ্টানে ৩৬০০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। হিফয উচ্চ মাধ্যমিক (২০ পারা) ৩য় স্থান অর্জন করেন সাওতুল মাদীনা তাহফিজুল কুরআন মাদরাসা ছাত্র ইয়ামিন রহমান।
মতিনিয়া শহিদিয়া হুফ্ফজুল কুরআন বোর্ডে ১৫১ টা প্রতিষ্ঠানের ১৩০০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। হিফয উচ্চ মাধ্যমিক (২০ পারা) ১ম স্থান অর্জন করেন সাওতুল মাদীনা তাহফিজুল কুরআন মাদরাসা ছাত্র ইয়ামিন রহমান ও হিফয মাধ্যমিক (১০ পারা) ৩য় স্থান অর্জন করেন মুহাম্মদ ওবায়দুর রহমান লাহিন। হাফিজ আলাউদ্দিন (র:) হুফফাজুল কুরআন পরিষদ বৈরাগী বাজারের বোর্ড পরিক্ষায় ২০ পারায় ইয়ামিন রহমান ২য় স্থান, ১৫ পারায় ৬ষ্ট স্থান শাহ নাফিজ, ১০ পারায় ১ম স্থান মাহমুদুল হাসান, ৫ পারায় ১২ তম স্থান লাভ করে ইয়াসিন আরাফাত শুভ। ৪জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
সভার শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান। পরে হামদ ও নাত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত শুভ।