নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন

4

কে.এম লিমন গোয়াইনঘাট

গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তে বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়েরকৃত এজাহারে ঘটনার সাথে জড়িত নয় এমন একাধিক ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে এবং মিথ্যে এই মামলা থেকে অব্যাহতি প্রদান ও তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও পাহাড় তলী গ্রামের লোকজন। সোমবার দুপুরে উপজেলার ভীতরগুল পাহাড় তলী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দুদ মিয়া, বিউটি বেগম, চকিনা বেগম, রাসিয়া বেগম, শারমিন বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দমদমীয়া সীমান্তে বিজিবি সদস্যর ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামালা করেছে বিজিবি। আসামীদের মধ্যে ৮ থেকে ১০ জন কোন প্রকার চোরা কারবারির সাথে জড়িত নয় এবং নিরীহ পরিবারের লোকজন।
চোরাকারবারের সাথে তাদের কোন সম্পৃক্ততা না থাকার পরও তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিজিবি। এ সময় তারা আরও বলেন প্রকৃত অনেক চোরাকারবারী মামলার এজহার থেকে বাদ পড়লেও কিছু স্বার্থন্বেষী মহলের তদবিরে নির্দোষী অনেকেকে মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে বিজিবির করা মামলার ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম। পরিবারের অন্যান্য সদস্যরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে
নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবী জানান তারা।