কাজির বাজার ডেস্ক
সিলেটের চার জেলার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাকশনে নেমেছে সংশ্লিষ্ট জেলার ট্রাফিক পুলিশ। গত তিনদিনে চার জেলায় অন্তত শতাধিক গাড়ি আটক করা হয়েছে। এই সময়ে জরিমানা করা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে বিষয়টি পাওয়া গেছে।
রেঞ্জ কার্যালয় জানায়, তিনদিনে (৬, ৭ ও ৮ জানুয়ারি) সিলেট বিভাগের চার জেলায় ১০১ টি যানবাহন আটক করা হয়েছে। একই সময়ে ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এরমধ্যে গত ০৮ জানুয়ারি সিলেটে ২৫ হাজার টাকা, মৌলভীবাজারে ১ লাখ ২৭ হাজার টাকা, হবিগঞ্জে ৪৮ হাজার টাকা ও সুনামগঞ্জে ১৭ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজারে ৯, হবিগঞ্জে ২ ও সুনামগঞ্জে ৬ টি যানবাহন আটক করা হয়।
গত ৭ জানুয়ারি সিলেটে ৩৩ হাজার টাকা, মৌলভীবাজারে ১ লাখ ৩ হাজার টাকা, হবিগঞ্জে ৬৬ হাজার টাকা ও সুনামগঞ্জে ২৮ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজারে ৩৩, হবিগঞ্জে ১০ ও সুনামগঞ্জে ৮ টি যানবাহন আটক করা হয়।
গত ৬ জানুয়ারি সিলেটে ৪৪ হাজার টাকা, মৌলভীবাজারে ৭৯ হাজার টাকা, হবিগঞ্জে ৬৮ হাজার টাকা ও সুনামগঞ্জে ২৭ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজারে ২১, হবিগঞ্জে ৬ ও সুনামগঞ্জে ৬ টি যানবাহন আটক করা হয়।
এ ব্যাপারে সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ইন্সপেক্টর (ইনচার্জ অপারেশন্স শাখা) মোহাম্মদ আব্দুন নুর বলেন, সাম্প্রতিক সময়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এজন্য বিভাগের চার জেলায় সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে আমাদের সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। সড়ক শৃঙ্খলা ও অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।