সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। বর্তনাম পরিস্থিতি একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে হলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তাই ৩১ দফা কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ফ্যাসিস্ট হাসিনা ভারতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর ভারতও স্বৈরাচারের পক্ষ নিয়ে আমাদের মাতৃভ‚মিতে আগ্রাসী ভ‚মিকা চালাতে চায়। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করতে হবে।
শনিবার রাতে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে উপজেলা ও পৌর শ্রমিক দল আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে নেত্রী আজ কারামুক্ত হয়ে বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারছেন। এই গণঅভ্যুত্থানের দেশের শ্রমজীবী জনতার গুরুত্বপূর্ণ ভ‚মিকা ছিল। শ্রমিক জনতা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক মো: সোরমান আলী।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান আহমদ মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মহি, জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল মুকিত, যুগ্ম আহবায়ক আলী আকবর রাজন, জেলা শ্রমিকদলর আহবায়ক কমিটি সদস্য জুমেল আহমদ, নিজাম উদ্দিন, রুকনুজ্জামান, শাহেদ আহমদ, মইনুল ইসলাম অপু চৌধুরী, শাহনুর আহমদ, মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম লিটন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, শ্রমিকনেতা শহিদুল ইসলাম, আলিম উদ্দিন, কয়েস আহমদ, তাজুল ইসলাম, মিঠু আহমদ, কাশেম আহমদ, সাহেল আহমদ ইমন প্রমূখ।