কদমতলীতে সংঘর্ষের ঘটনায় ৬শ’ জনের বিরুদ্ধে মামলা

44

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন রাতে দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার এসআই রিপন দাস বাদি হয়ে ৫ থেকে ৬শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। যার নং- ২। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেকে।
মামলার বাদি এসআই রিপন দাস জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে আসামীদেরকে সনাক্ত করনের চেষ্টা চলছে। তিনি বলেন, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়কের নাঈম সিএনজি পাম্পের সামনে হোটেলে রুটি দিতে দেরি হওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কিছু লোক আহত হন।