স্টাফ রিপোর্টার
সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে মহানগরের পাঁচটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বুধবার সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মহানগরের পাঁচটি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মাহফিলের দিন সকাল ৮টা হতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত মহানগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার (৮এরপর দেখুন ২ এর পাতায়)