জৈন্তাপুর সংবাদদাতা
জৈন্তাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুমেল আহমদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক আরোহী আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার হরিপুরের উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেল উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে। আহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল আহমদ এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি উমনপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিসের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহীরা ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে (৮এরপর দেখুন ২ এর পাতায়)