লোভাছড়া পাথর কোয়ারী খোলে দেয়ার দাবীতে কানাইঘাট মানববন্ধন

3

কানাইঘাট প্রতিনিধি

কানাইঘাটে সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর উপর থেকে বিধি নিষেধ প্রত্যাহারের দাবীতে কানাইঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায়, লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যেগে কানাইঘাট উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের সদস্য হাফিজ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা: ফয়াজ আহমদ, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল আহমদ, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি জামাতের আমীর মাহবুবুর রহমান, লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, অর্থ সম্পাদক শহীদুল্লাহ কাওছার, সদস্য হাবীব আহমদ, ইফতেখার চৌধুরী ও হাফিজ শাহিদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার তাদের কিছু প্রভাবশালী এমপি, মন্ত্রী ও ব্যবসায়ীদের সুবিধা দেয়ার জন্য ভারত থেকে এলসি পাথর আমদানির জন্য দেশের সকল পাথর কোয়ারী বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ শ্রমিককে কর্মহারা করা হয়। কানাইঘাটে সীমান্তবর্তী প্রাচীনতম লোভাছড়া পাথর কোয়ারী থেকে আজ ৪ বছর ধরে পাথর উত্তোলন, পরিবহন বন্ধ হওয়ার কারনে এলাকার হাজার হাজার শ্রমজীবি মানুষ বর্তমানে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন। তারা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে দেশের শ্রমজীবি মানুষের চিন্তা করে সরকারের রাজস্ব বৃদ্ধি করার জন্য লোভাছড়া পাথর কোয়ারী দ্রæত খুলে দেয়ার জন্য দাবী জানান। সেই সাথে কোয়ারী এলাকায় মজুদকৃত পাথর মালিকদের ফিরিয়ে দেয়ার দাবী জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বরাবরে পাথর কোয়ারী খোলে দেয়ার দাবীতে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।