নবীগঞ্জে ফার্মেসীর ঔষধ চুরি

7

নবীগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরের পৌর এলাকার হবিগঞ্জ রোডের এম.এস মার্কেটের টিনের চাল কেটে অন্যন্যা মেডিকেলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এছাড়া মার্কেটের লটো জুতার দোকানসহ আরো কয়েকটি দোকানে চুরি চেষ্টা করলে ও টিন কাটতে না পারায় সম্ভব হয়নি।
বৃহস্পতিববার গভীররাতে কোনো একসময় হবিগঞ্জ রোডের এম.এস মার্কেটের অন্যানা মেডিকেল দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে ঔষধ, নগদ টাকা ও এলএডি টিভিসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। সিসি ক্যামেরা মনিটর ও ডিভিআর বক্স নিয়ে যাওয়ায় ধররনকৃত ঘটনার দৃশ্য দেখা যায়নি গেলেও চোরচক্রকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ঘটনায় নবীগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে অন্যন্যা মেডিকেল হলের মালিক নিরুপম দেব জানান, তিনি শুক্রবার সকালে দোকান খুলে দেখেন টিনের চালের ওপর দিয়ে ঘরে আলো প্রবেশ করছে। পরে সন্ধান করে দেখেন, টিনের চাল খোলা। পরে দেখা যায়, দোকানে ড্রয়ারে রাখা কয়েক হাজার টাকা, ঔষধ ও পিছনে ডাক্তারের চেম্বারের এলইডি টিভি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে লক্ষাধিক টাকার মতো। পরে ৯৯৯ জানালে স্থানীয় নবীগঞ্জ থানা পুলিশ দোকান পরিদর্শন করে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চুরি প্রতিরোধে প্রত্যেক মার্কেট মালিককে নিজ উদ্দ্যোগে পাহারাদারও লাইটের ব্যবস্থা করার কথা বলেন তিনি।