মাদরাসার স্বতন্ত্র শিক্ষাক্রমসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

7

মাদরাসার স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সিলেট জেলা ও মহানগর শাখা। গতকাল সোমবার বেলা ২টায় সিলেট সিটি পয়েন্টে মাদরাসা শিক্ষার বৃহৎ অরাজনৈতিক পেশাজীবি সংগঠন মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট জেলার বিভিন্ন উপজেলার জমিয়াতুল মোদার্রেছীনের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ মাদরাসা শিক্ষক কর্মচারীগণ স্বত:স্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃবৃন্দ মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে বক্তব্য প্রদান করেন।
সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আবু সালেহ মো: কুতবুল আলম এর সভাপতিত্বে এবং সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছরওয়ারে জাহানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো: আতাউর রহমান, সভাপতি, কানাইঘাট উপজেলা, মাওলানা মো: ফরিদ উদ্দিন আতহার, অধ্যক্ষ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা, মাওলানা মো: আব্দুশ শাকুর, উপাধ্যক্ষ, ফতেহপুর কামিল মাদরাসা, মাওলান মো: ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ শাহজালাল জামেয়া কামিল মাদরাসা, মাওলানা মো: শিহাব উদ্দিন আলীপুর, অধ্যক্ষ, রাখালগঞ্জ ফাযিল মাদরাসা, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, মাওলানা মাসুক আহমদ, সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা, মাওলানা এম এ সবুর, সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা, ড. মাওলানা সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, অধ্যক্ষ, মাদারবাজার আলিম মাদরাসা, মাওলানা মো: আব্দুল ওয়াদুদ চৌধুরী, সুপার, বোয়ালজুড় দাখিল মাদরাসা, মাওলানা মো: কামাল হোসেন, সহ-সভাপতি বিয়ানী বাজার উপজেলা, অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, সদস্য, সিলেট জেলা, মাওলানা সৈয়দ কুতবুল আলম, সুপার, মোহাম্মদিয়া দাখিল মাদরাসা।
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মো: আব্দুল্লাহিল বাকি, অধ্যক্ষ, বিয়ানীবাজার কামিল মাদরাসা, মাওলানা মো: আব্দুল লতিফ, মুহাদ্দিস, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, মাওলানা মো: আব্দুল বাছিত, মুহাদ্দিস, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা, মাওলানা মো: মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হযরত শাহজালাল ফাজিল মাদরাসা, মাওলানা মো: সাদিকুর রহমান শিবলী, সেক্রেটারী ওসমানীনগর উপজেলা, মাওলানা আবু সালেহ আল মাহমুদ, অধ্যক্ষ চকবাজার আলিম মাদরাসা, মাওলানা মো: আব্দুল জব্বার চৌধুরী, সভাপতি বালাগঞ্জ উপজেলা, দোয়া পরিচালনা মাওলানা নুমান আহমদ, সহকারী মহাসচিব কেন্দ্রীয় পরিষদ, মাওলানা সফিকুর রহমান, অধ্যক্ষ, আব্দুশ শহীদ আলিম মাদরাসা, কোরআন তিলাওয়া করেন মাওলানা মারুফ আহমদ, মাওলানা মো: আব্দুল মুমিত, অধ্যক্ষ, মুসলিমাবাদ আলিম মাদরাসা, মাওলানা মো: আজিজ আহমদ, অধ্যক্ষ হাউসা আলিম মাদরাসা, মাওলানা মো: নুরুল হুদা, অধ্যক্ষ, আছিরগঞ্জ আলিম মাদরাসা, মাওলানা মো: মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক, জকিগঞ্জ উপজেলা, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ, খরিল নেজামুল উলুম ফাযিল মাদরাসা, মাওলানা হামিদুর রহমান, সুপার, জালালিয়া মহিলা দাখিল মাদরাসা, মাওলানা রমিজ উদ্দিন, সহ-সুপার, উত্তর আকাখাজানা দাখিল মাদরাসা, মাওলানা মো: আবুল কালাম আজাদ, সুপার, দুবাগ বাজার দাখিল মাদরাসা, কাজী মাওলানা কাওছার হোসেন, সুপার, কোনাগ্রাম দাখিল মাদরাসা, মো: আব্দুর রউফ, সাধারণ সম্পাদক, গোলাগঞ্জ উপজেলা, মাওলানা মো: আমির হোসাইন, সুপার, জলডুপ দাখিল মাদরাসা, মাওলানা মো: আব্দুল কাইয়ুম, সুপার, আলহাজ্ব মিনাবেগম দাখিল মাদরাসা, অধ্যক্ষ মাওলানা সৈয়দ বদরুল আলম, মাওলানা মো: আব্দুল বারী, সুপার, সিলাম ইসলামিয়া দাখিল মাদরাসা, মাওলানা আরিফ বিল্লাহ, সুপার, মিরগঞ্জ দাখিল মাদরাসা, মাওলানা মো: আরিফ আহমদ, সুপার, চারখাই দারুচ্ছুন্নাহ লতিফিয়া মাদরাসা, মাওলানা মাহফুজুর রহমান, সুপার, হযরত শাহজালাল লতিফিয়া এতিমখানা মাদরাসা, গোলাপগঞ্জ, মাওলানা সফিকুর রহমান, সুপার, বরায়া উত্তরভাগ দাখিল মাদরাসা, মাওলানা মাহমুদ হোসেন, মাওলানা আব্দুল বাছিত, সুপার, ফুলসাইন্দ মহিলা দাখিল মারদাসা, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা মারজানুর রহমান খান, মাওলানা মহিব্বুল্লাহ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা রেদ্বাউল করীম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফজলে রাব্বী সাইদ, আরিফুল হক সরকার সহ বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রায় সহস্রাধিক শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি