শাহপরানে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার চোরাই পণ্যসহ যুবক আটক

2

স্টাফ রিপোর্টার

শাহপরান থানা এলাকা থেকে ২৬ লাখ ৩৫ হাজার ৮২০ টাকার বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট-তামাবিল সড়কে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে থেকে এ পণ্যগুলো জব্দ ও যুবককে আটক করা হয়। আটককৃত ফয়সাল আহমদ (২৪) ল²ীপুর সদরের ববাণীগঞ্জ চৌরাস্তা এলাকার নজিবুল্লার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিলেট-তামাবিল সড়কে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করে পুলিশ। ওই সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে জৈন্তাপুর সীমান্ত থেকে আনা ভারতীয় পণ্য জব্দসহ ফয়সাল আহমদ নামে এক যুবককে আটক করা হয়। জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৪০০ পিস শাড়ি কাপড়, একাধিক বস্তায় ১০ হাজার ৮ পিস ভারতীয় ক্রিম, পাঁচটি প্লাস্টিকের বস্তায় আরও ৫ হাজার পিস ভারতীয় ক্রিম, আরও একটি প্লাস্টিকের বস্তায় ১৭ কার্টনে ৮১৬ পিস পন্ডস ক্রিম, ১০টি প্লাস্টিকের বস্তায় ৫০ কার্টনে ৩৬ পিস করে ১৮০০ পিস নিভিয়া বডি মিল্ক লোসন, কালো রংয়ের থান কাপড় ১ হাজার ৫৭৫ মিটার। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩৫ হাজার ৮২০ টাকা।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত ফয়সাল আহমদ জানান, জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে এসব মালামাল চোরাই পথে সিলেটে শহরে নিয়ে আসছিলেন তিনি। এ ব্যাপারে শাহপরান (র.) থানার এএসআই মো. হুমায়ুন মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।