শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে – এ জে মোহাম্মদ আলী

12
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক এটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী।

বাংলাদেশের সাবেক এটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শতবাধা সত্ত্বেও সারাদেশেআজ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে। বিএনপি ঘোষিত চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগের গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে। তিনি ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো তরান্বিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এ এন এম আবেদ রাজা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট কামাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এম নুরুল হক, সিনিয়র আইনজীবী মো. আখতার হোসেন খান, সিলেটের সাবেক পিপি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আশিক উদ্দিন আশুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. তানভীর আখতার খান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি মাসুক আলম, মৌলভীবাজার জেলা সভাপতি মামুনর রশীদ, হবিগঞ্জ জেলা সভাপতি শামসু মিয়া চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল হক, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক বক্সী যোবায়ের, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবুল ফজল প্রমুখ। বিজ্ঞপ্তি