আতিকুর রহমান, ছাতক
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিশাল কমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের পাবলিক খেলার মাঠ (মন্টু বাবুর মাঠ) এসমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রাম-মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে বর্ণাঢ্য মিছিল নিয়ে কর্মী সমাবেশে অংশ গ্রহন করেন। বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর বাঁধা ছাড়া উম্মুক্ত ভাবে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত কমী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, ফললু করিম বকুল, শামসুর রহমান সামছু, শফিকুল ইসলাম মতিন, সামসুর রহমান বাবুল, জসিম উদ্দিন সুমেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান প্রমুখ।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই। সংস্কার মানুষের চাহিদার সাথে রুপ বদলায়। যারা অর্থনীতি লুটপাট করেছে তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশে এখন বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। দলের কর্মীরা মিলিত থাকলে কেউ বিভাজন সৃষ্টি করতে পারবেনা। একটি আধুনিক দলের নাম বাংলাদেশ জাতীয়তা বাদী দল।