অমর ‘একুশে’ আজ

36

DSC_0400কাজিরবাজার ডেস্ক :
আজ অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোকে বিহ্বল, গৌরবে দীপ্ত এক অনন্য দিন অপেক্ষা করছে বাঙালির জীবনে। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। সেই মানুষের পরিচয় বাঙালি।
৬৩ বছর আগে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। ঢাকার রাজপথ হয়ে উঠেছিল উত্তাল। পাকিস্তানি শাসকদের হুমকি-ধমকি, রক্তচক্ষু উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙে মাতৃভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে পথে নেমে এসেছে ছাত্র, শিক্ষক, শিশু-কিশোরসহ নানা বয়সী অসংখ্য মানুষ। বসন্তের আকাশ-বাতাস প্রকম্পিত করে তারা বজ্রনির্ঘোষ কণ্ঠে আওয়াজ তুলেছে, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। পলাশে-শিমুলে রক্তিম হয়ে আছে বাংলার দিগন্ত। গুলি চালানো হলো মিছিলে। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ বাংলা মায়ের অকুতোভয় সন্তানদের তাজা রক্তে রঞ্জিত হলো দেশের মাটি। এক অভূতপূর্ব অধ্যায় সংযোজিত হলো মানব ইতিহাসে। অমর একুশের পথ ধরেই উন্মেষ ঘটেছিল বাঙালির স্বাধিকার চেতনার। সেই আন্দোলনের সফল পরিণতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন। ভাষার জন্য বাঙালির এই আত্মদানের দিনটিকে ১৯৯৯ সালে ইউনেসকো ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির সঙ্গে সারা বিশ্ববাসী  দিনটি পালন করবে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গৌরব বুকে নিয়ে।
আজ সরকারি ছুটির দিন। ঢাকার মতো দেশের সর্বত্রই সকালে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হবে শহীদদের স্মৃতির প্রতি। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে এদিকে মহান ভাষা দিবসে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীতে রয়েছে ২১ ফেব্র“য়ারি প্রভাতফেরি ও আলোচনা সভা। সকাল ৮ টায় সংগঠনের জেলা কার্যালয় থেকে র‌্যালি নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পুষ্পস্তবক অর্পণ শেষে মহাজনপট্টিস্থ কার্যালয়ে ভাষা শহিদ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গত ১৯ ফেব্র“য়ারি রাত ৮টায় সংগঠনের নিয়মিত এক জেলা সভায় এই কর্মসূচী গ্রহণ করা হয়। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। সভায় আলোচনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক দাস। পূর্বাঞ্চল কমিটির সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক খোকন আহমদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা আহবায়ক নুরুল ইসলাম মকবুল, জাতীয় ছাত্রদল শাবি শাখার নেতা এস.আর সজিব, এনডিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা সদস্য রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া।