বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে শাবি ছাত্রশিবিরের মতবিনিময়, অংশগ্রহণ করেনি ছাত্রদল

6

শাবি প্রতিনিধি

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির। তবে এতে অংশগ্রহণ করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
ঠিক কি কারণে অংশগ্রহণ করেননি সে বিষয়ে কোনো পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি।
গত শুক্রবার রাতে আম্বরখানায় ব্রিটানিয়া হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মতবিনিমিয় সভায় শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সমন্বয়ক আবু সালেহ মুহাম্মদ নাসিম, সমন্বয়ক পলাশ বখতিয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জুনায়েদ আহমদ।
আরও উপস্থিত ছিলেন এইচআরডি সম্পাদক তোফাজ্জল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, জাতীয় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ওয়াসিম মুহাম্মদ শামস, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি ইবরাহীম সৌরভ, জহিরুল ইসলাম ইমন প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘দেশের প্রয়োজনে ছাত্রশিবির ফ্যাসিবাদবিরোধী সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণহত্যাকারী দল আওয়ামী লীগ দেশে নানা অরাজকতা করার চেষ্টা করছে। এসব অরাজকতা প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।’