বুস্টার ডোজ দিবস পালন উপলক্ষে নগরীতে ৮ হাজার ৯১১ জনের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ

6

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই ন্যায় মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন বুস্টার ডোজ দিবস পালন করেছেন।
বুস্টার ডোজের দিবসে নগরীর ৮ হাজার ৯১১ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, প্রথম ডোজ নিয়েছেন ৩৫৩ জন। যার মধ্যে পুরুষ ১৭২ জন ও মহিলা ১৮১ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬৭ জন। যার মধ্যে ২৫১ জন পুরুষ ও ৩১৬ জন মহিলা রয়েছেন। তৃতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ৯৯১ জন। যার মধ্যে পুরুষ ৩ হাজার ৮৮৮ জন ও মহিলা ৪ হাজার ১০৩ জন। প্রত্যেকেই ফাইজারের টিকা প্রয়োগ করা হয় বলে জানান তিনি।