সিলেটের আরো ৪ উপজেলায় ৫৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

3

স্টাফ রিপোর্টার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, শান্তিগঞ্জ ও মধ্যনগরে ৩টি পদে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার শেষ দিনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
জকিগঞ্জ: ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে জকিগঞ্জ উপজেলায় তিন পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, জাপা নেতা আব্দুশ শুক্কুর।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্ব›িদ্বতা করতে মনোনয়নপত্র জমা দিযেছেন চারজন। তাঁরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক লস্কর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী ও সুলতানা বেগম।
কানাইঘাট: কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহার, সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, ব্যবসায়ী সমাজকর্মী বেলাল আহমদ এমবিএ, সাবেক ছাত্রনেতা খয়ের উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল মনসুর চৌধুরী, খায়রুল ইসলাম, এনামুল হক।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কানাইঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন মেজর, খেলাফত মজলিস নেতা প্রবাসী হাফিজ মাও. খালেদ আহমদ, মো. ফখর উদ্দিন, হাফিজ মো. আলতাব হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহান।
৪র্থ ধাপে আগামী ৫ জুন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে ২লাখ ১৮ হাজার ৯শত ১৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
শান্তিগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বিষয়টি করেছেন।
শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাম মান্নান অভি, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপজেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন, মোশাররফ হোসেন জাকির, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, মোছা. রফিকা মহির, খাইরুন নেছা, নাজমা আক্তার ও জেসমিন আক্তার মনোনয়নপত্র জমা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার।
মধ্যনগর: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটারো জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার তথ্যানুযায়ী আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আ.লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল, সহ-সভাপতি সজল কান্তি সরকার, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক ভ‚ঁইয়া, বরুণ কান্তি দাস গুপ্ত, দ. বংশীকুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল মিছবাহ্।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের(সাবেক) সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র তালুকদার, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দীন চৌধুরী, পংকজ আরেং, মো. এমদাদুল হক খোকা, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. হযরত আলী ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। একজন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী ও অন্যজন সমাজকর্মী হনুফা আক্তার।
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস সহ তিনটি পদে সর্বমোট ১৮জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়তে মনোনয়ন দাখিল করেন। মধ্যনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেন।