মজলুম জননেতা মাও. ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

4

 

কিংবদন্তি রাজনৈতিক নেতা, আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় নগরীর মেঘনা বি-১৮, দাড়িয়াপাড়ায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আইনজীবী জেড.আই. খান পান্না।
আলোচনা সভায় সকালের অংশ গ্রহণের আহবান জানিয়েছেন মাওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট এর নেতা এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, যে দলটি পরবর্তী সময়ে নাম বদল করে হয়েছে আওয়ামী লীগ। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি বামপন্থী রাজনৈতিক দলও গঠন করেছিলেন।
সাধারণ মানুষের এই নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে মারা যান। তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাধিস্থ করা হয়। বিজ্ঞপ্তি