গোয়াইনঘাটে উদ্ধারকৃত মর্টার শেল ধ্বংস

4

কে.এম লিমন, গোয়াইনঘাট

গোয়াইনঘাটের ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকা (নয়াগাঙ্গেরপার) থেকে উদ্ধার হওয়া মর্টাল শেলটি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহার’র নেতৃত্বে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীনসহ সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিটের একটি টিম শান্তিপূর্ণভাবে এ মর্টার শেলটি (বোম ডিস্পোজাল) ধ্বংস করেন। এসময় সেনাবাহিনীর সদস্য ছাড়াও গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে যুদ্ধের সময় ব্যবহৃত এ মর্টারশেলটি গোয়াইনঘাটের নয়াগাঙ্গের পাড় নদী থেকে পাওয়া যায়।