সিলেটে ট্রেনে অগ্নিকাÐের ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা

4

স্টাফ রিপোর্টার

সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের বগিতের অগ্নিকাÐের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান রেলওয়ে থানার (ওসি) শাফিউর ইসলাম পাটোয়ারী।
তিনি জানান, মামলায় ২০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের একটি এসি বগিতে অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে বগিটির ২৯টি আসন পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপবন এক্সপ্রেস ট্রেনটি ওইদিন রাত সাড়ে ৭টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস নামে সিলেট স্টেশনে এসে পৌঁছায়।
পরে এটি বেলা সাড়ে ১১টার দিকে উপবন এক্সপ্রেস নামে ঢাকায় যাওয়ার কথা ছিল। ট্রেনে আগুন লাগার কিছুক্ষণ পরে আরেকটি ট্রেনে সিলেট এসে পৌঁছান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম ট্রেনযোগে সিলেট স্টেশনে পৌঁছার কথা ছিল। প্রতিমন্ত্রীকে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে নামানোর জন্য স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসকে ৩ নম্বর প্লাটফর্মে নেওয়া হয়। এজন্য ট্রেনটিকে স্টেশনের বাইরে নেওয়া হয়। ফের যখন ট্রেনটি স্টেশনে আসে তখন আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট রেলওয়ে স্টেশন সংশ্লিষ্টদের ধারণা, প্লাটফর্ম বদলানোর সময় স্টেশনের বাইরে থেকে দুষ্কৃতিকারীরা ট্রেনের বগিতে ওঠে অগ্নিকাÐের ঘটনা ঘটায়। এতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশের গাফিলতি রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।