এসএমপি‘র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত : প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

5

স্টাফ রিপোর্টার

এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম, এর সভাপতিত্বে নভেম্বর মাসের মাসিক এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পিপি মহানগর দায়রা জজ আদালত সিলেট নওসাদ আহমদ চৌধুরী, সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মাদকদ্রব্য অধিদপ্তর সিলেট পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম, র‌্যাব-৯ সিলেট এডি/এএসপি মাহমুদুল হোসাইন, সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ওসি মোঃ নাজমুন সাকিব, সিলেট প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, সিলেট পরিবেশ অধিদপ্তরের আল মামুন সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) গত অক্টোবর/২০২৩ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন। পুলিশ কমিশনার সংশ্লিষ্ট ডিসি, এসি এবং ওসিদের কাছে মামলাসমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। মূলতবি মামলাসমূহ দ্রæত নিষ্পত্তির জন্য তাগিদ প্রদান করেন। এখন পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি এমন মামলাসমূহ সম্পর্কে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনারদের নির্দেশ প্রদান করেন। ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ এবং সিআইএমএস এ এন্ট্রি প্রদানের জন্য বিট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, কোনক্রমেই কোন নিরপরাধ মানুষকে যাতে হয়রানি না করা হয়। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রæততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদেশ প্রদান করেন।
সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যগণ হলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহজাহান ভ‚ঁঞা (শাহপরাণ (রহঃ) থানা), অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের (শাহপরাণ (রহঃ) থানা), ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্রাচার্য রাজন (শাহপরাণ (রহঃ) থানা), ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম (আরআই) পুলিশ লাইন্স, ইন্সপেক্টর সঞ্জিত চন্দ্র দাস (প্রশিকিউশন), ইন্সপেক্টর আমিনুর রশিদ (সিটিএসবি), টিআই মোঃসাফিয়ুর রহমান, পিপিএম (ট্রাফিক বিভাগ), এসআই মোঃ ইবাদুল্লাহ (শাহপরাণ (রহঃ) থানা), এসআই মোঃ আব্দুছ ছাত্তার (প্রসিকিউশন), এসআই মোঃ জাকির হোসেন, পুলিশ লাইন্স, সার্জেন্ট নিতাই কৃষ্ণ রায় (ট্রাফিক বিভাগ), এসআই মোঃ আইন উদ্দিন (সিটিএসবি), এএসআই আব্দুল মালিক (শাহপরাণ (রহঃ) থানা), এটিএসআই মোঃ আব্দুল আমিন (ট্রাফিক বিভাগ), এএসআই মোহাম্মদ জামান ভ‚ঁইয়া (সিটিএসবি), ড্রাইভার নায়েক/ মোঃপারভেজ মিয়া (মটরযান শাখা), কনস্টেবল (ভিএম)/ জুনাইদ হোসেন (মটরযান শাখা)।
এছাড়াও উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ পুরস্কার প্রদান করা হয় ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান (প্রশিকিউশন) এবং কনস্টেবল/ তুহিন খান (অপারেশন শাখা)।