সিলেট ও হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করা সম্ভব

8

স্টাফ রিপোর্টার

সিলেট ও হবিগঞ্জে কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সিলেট মহানগর পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও আজমিরীগঞ্জ থানার উদ্যোগে পৃথকভাবে এ অনুষ্ঠানগুলো পালন করা হয়। কমিউনিটিং পুলিশিং ডে এর আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, কমিউনিটি পুলিশের সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ।
সিলেট মহানগর পুলিশ: “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি“। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক শনিবার কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়। সকাল ১০ টায় এসএমপি পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর শুভ উদ্ভোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম। পরবর্তীতে সকাল সাড়ে ১০ টায় এসএমপি পুলিশ লাইন্স হতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্ট হয়ে এসএমপি পুলিশ লাইন্সে এসে শেষ হয়।
উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি ড.নাছিম আহমদ। এতে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, এ্যাড ই ইউ শহিদুল ইসলাম শাহীন (সাধারণ সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং), বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন (সহ-সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং), লায়েক আহমদ চৌধুরী (সভাপতি কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ মকবুল হোসেন খান (জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ রিমাদ আহমদ রুবেল (সদস্য সচিব এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), অ্যাডভোকেট মোঃ শামীম আহমদ (সভাপতি মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), সুবেদুর রহমান মুন্না (সাধারণ সম্পাদক শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম (সভাপতি দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী, ডেপুটি কমান্ডার (সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ), আফতাব চৌধুরী সাংবাদিক ও কলামিস্ট (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), আল আজাদ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), সহ কমিউনিটি পুলিশিং এর বিভিন্নস্তরের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।
এদিকে, শনিবার সকাল ১১ টার দিকে এসএমপি পুলিশ লাইন্স হল রুমে অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ডিবি)) শাহরিয়ার আল মামুন ও সুমন্ত গুপ্ত, সাংস্কৃতিক সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, এর সঞ্চালনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম। আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.নাছিম আহমদ (সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং)।
এ সময় সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে জঙ্গীবাদ, মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। এর লক্ষে কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠানে কমিইনিটি পুলিশিং কার্যক্রামে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং-২০২৩ এর সম্মাননা স্মারক প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি মহোদয়। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, জনাব সাহেদ গাজী, (যুগ্ম সাধারণ সম্পাদক, কোতোয়ালি মডেল থানা, কমিউনিটি পুলিশিং কমিটি), বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলহাজ্ব সাইফুল ইসলাম, (সভাপতি, দক্ষিণ সুরমা থানা, কমিনিটি পুলিশিং কমিটি), এসআই(নিঃ)/জামিল হোসেন, (কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট), এসআই (নিঃ)/দীপন চন্দ্র সরকার, (দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট)। অনুষ্ঠানের সভাপতি জনাব ড. নাছিম আহমদ উপস্থিত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পুলিশ ও জনগণ একসাথে কাজ করার মাধ্যমে পবিত্র নগরী সিলেটকে অপরাধমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সবাইকে আন্তরিকতার সাথে সম্মিলিতভাবে একত্রে কাজ করার আহŸান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নবীগঞ্জ থানা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রার মধ্য দিয়ে বাজার প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসআই বিজয় দেবের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী।
আলোচনা সভায় কোরআন পাঠ করেন হাফিজুর রহমান, গীত পাঠ করেন সুব্রত দাশ। পরে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ পরির্শক (তদন্ত) গোলাম মুর্শিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, এড. ফারুক আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রেজবী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, আনোয়ার হোসেন মিটু, আশিদ আলী আশা, পৌর কাউন্সিলর ফজল চৌধুরী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুবেল মিয়া, উপজেলা শিক্ষক সমাজের আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
মাধবপুর থানা:
‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এই সেøাগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০২৩ পালিত হয়েছে। শনিবার সকালে মাধবপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর থানার এসআই শামস্ ই তাব্রীজের সঞ্চালনায়, ওসি রকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন পাঠান ও গীতা পাঠ করেন শ্যামল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, এক সময় মানুষের ধারণা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.রহম আলী, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.এরশাদ আলী, আন্দিউড়া ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শংকর পাল সুমন, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু, পৌর আহবায়ক একরামুল আলম লেবু প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সাংবাদিক নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আজমিরীগঞ্জ থানা:
’পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে আজমিরীগঞ্জ থানার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, কমিউনিটি পুলিশের সদস্য সহ সর্বস্তরের জনসাধারণ। শনিবার সকালে র‌্যালীটি থানা প্রাঙ্গণ থেকে বের পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের সভাপতিত্বে ও ওসি তদন্ত গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামান আলী সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও পৌরশহরের ব্যাবসায়ীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা উপজেলার আইন -শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের জান মাল রক্ষা ও সমাজে অপরাধ দমনে সকলকে পুলিশের কাজে সহযোগিতা করার আহবান জানান।