দোয়ারাবাজারে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়ি আটক

14

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামের চকবাজার টু হরিনাপাটি যাওয়ার পাঁকা রাস্তার পূর্ব পাশে এরুয়াখাই গ্রামের মোঃ আব্দুর রহিমের পুত্র মোঃ শফিকুল ইসলাম রুবেলের নেতৃত্বে মোঃ মন্তু মিয়ার পুত্র আব্দুল কাদিদের দোকান ঘরের পিছনে পূর্ব পার্শ্বের কক্ষে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরা অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ সম্রাজ মিয়ার নেতৃত্বে এসআই মুহাম্মদ আসলাম হোসেন ও মোহাম্মদ আমীর খসরু’র সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামের চকবাজার টু হরিনাপাটি যাওয়ার পাঁকা রাস্তার পূর্ব পাশে -মোঃ মন্তু মিয়ার পুত্র আব্দুল কাদিদের দোকান ঘরের পিছনে পূর্ব পার্শ্বের কক্ষে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল হইতে নগদ ৫হাজার ১ শত ৩০টাকাসহ উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামের মোঃ মন্তু মিয়ার পুত্র মোঃ আব্দুল কাদির (৩৫), মোঃ আব্দুর রহিমের পুত্র মোঃ শফিকুল ইসলাম(৩২) মৃত আলতু মিয়ার পুত্র লায়েক মিয়া (৩৪), মৃত আব্দুস ছোবহানের পুত্র মোঃ মঞ্জুর আলী (৩৫), -মোঃ নুর মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৩০), মৃত শরীফ আলীর পুত্র মোঃ মিলন মিয়া (৩০), মৃত ছায়েদ মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৩৮), মৃত আব্দুল আহাদের পুত্র মোঃ ফারুক মিয়া (২৯), মৃত ছায়েদ মিয়ার পুত্র মোঃ সুরুজ মিয়া(৩৫)ফতেপুর গ্রামের মোঃ হবি উল্লাহর পুত্র মোঃ মোছব্বির আলী (৩৫), মোঃ আসকর আলীর পুত্র মোঃ আলা উদ্দিন (২৭) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মো:বদরুল হাসান বলেন, মাদক ও জুয়া নির্মূলে পুলিশের পাড়া মহল্লায় বিশেষ অভিযান চলছে। সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবেনা। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে জুয়ার আসর থেকে ১১জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।