ছাতকে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৭

6

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা সীমান্তের চেলা নদী থেকে বালু উত্তোলন নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭জন। বুধবার দুপুরে নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ৭ জনকে প্রথমে ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজারাদারের পক্ষে নদীতে বালু উত্তোলন করছিলেন পুর্ব সোনাপুর গ্রামের লোকজন। এতে বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে বাধা দেন অপরপক্ষ।
এ নিয়ে দু’পক্ষের বাকবিতÐার জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটে। এতে আহত হন ৭জন। প্রাথমিক চিকিৎসার পর তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।