জগন্নাথপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে

2
সর্বস্তরের মানুষের প্রত্যাশা

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গত ২৫ মে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে-নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামকে দেশে ও বিদেশে থাকা জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের মানুষ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এর মধ্যে ৩০ মে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক পৌর প্রশাসক মোঃ মুকিত মিয়া, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভ‚ইয়া, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামালী, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলামকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে অনেকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরুল ইসলামের মতো একজন যোগ্য ও সজ্জন মানুষকে মনোনীত করেছিলেন বলেই নৌকার সহজ জয় হয়েছে। এবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এর উন্নয়ন সারথী হয়ে নুরুল ইসলামকে জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। তাঁকে নিজ কর্ম দক্ষতায় জগন্নাথপুর উপজেলার কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে জনগণের দেয়া ভোটের প্রতিদান দিতে হবে। জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জনপ্রত্যাশা পূরণে ও কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করবো। অবশ্যই আমি মানুষের দেয়া ভোটের মর্যাদা অক্ষুন্ন রাখবো ইনশাল্লাহ।