জগন্নাথপুরে ৭শ’ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

2

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে গরীব রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
৩ জানুয়ারি সোমবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামের পল্লী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবির উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান শাহ শাহিদুর রাহমান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, আলহাজ আবদুল খালিক (সাজন উদ্দিন), শেখ ফারুক আহমদ, আখমান চৌধুরী আকিক, শিক্ষক মরম আলী প্রমূখ।
জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট্র ইউকে’র চেয়ারম্যান শাহ শাহিদুর রাহমান শহীদ জানান, প্রতি বছর আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ফ্রি চক্ষু শিবির হয়। এবার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে ৭০০ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ৪৬ জন রোগীকে অপারেশন, ২৩৮ জন রোগীকে চশমা প্রদান ও বাকি রোগীদের ওষুধ ও চিকিৎসা দেয়া হয়েছে। এতে ১২ জন ডাক্তার দায়িত্বপালন করেছেন।