প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

7

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুর‌্যালের পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করে সিকৃবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ)। মানববন্ধনে শিক্ষক সমিত, অফিসার পরিষদ ও কর্মচারী পরিষদের সদস্যসহ বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
গশিপ- এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবু জাফর বেপারীর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ‚ঞা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, ছাত্রলীগ সিকৃবি শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন প্রমুখ। প্রতিবাদ সভাটির সভাপতিত্ব করেন গশিপের সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ জামাল উদ্দিন ভ‚ঞা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর, বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের রূপকার। উনাকে হত্যার হুমকি যারা দিতে পারে তারা বাংলাদেশের যেকোন ক্ষতি করতে পারে।’ তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুকুমদাতা ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এদিকে রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থ করার হুমকির প্রতিবাদ জানিয়েছে সিকৃবির মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অফিসারদের সংগঠন গণতান্ত্রিক অফিসার পরিষদ। প্রতিবাদ লিপিতে পরিষদের সভাপতি মোঃ আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক সুজন চন্দ্র সরকার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে আমাদের প্রিয় দেশমাতৃকা যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে দেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, ঠিক সেইসময় একটি কুচক্রীমহল মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যে ঈর্শান্বিত হয়ে তাঁকে হত্যার হুমকি দিয়েছে।” অপর এক প্রতিবাদ লিপিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ, অনতিবিলম্বে তদন্ত করে হত্যার হুমকিদাতাসহ জড়িতদের দ্রæত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করা এবং ভবিষ্যতে আর কেউ যেন এরকম দুঃসাহস দেখাতে না পারে তার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি