সুনামগঞ্জে মারামারি থামাতে গিয়ে মধ্যস্তাকারীকে ছুরিকাঘাত করে হত্যা

12

সুনামগঞ্জ সংবাদদাতা

দুই অটোরিকশা চালকের মারামারি থামাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সুনামগঞ্জ পৌরসভায় ফারুক আহমদ নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
স্থানীয়রা জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটোরিকশা চালক নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে পরবর্তীতে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের উপর আক্রমণ করেন। এসময় তাদের মারামারি থামাতে আসেন স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ। কিন্তু দুপক্ষের মারামারির মধ্যখানে ছুরিকাঘাতে তিনি আহত হন। স্থানীয়রা ফারুক আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছুরিকাঘাতকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন বলেন, নিহত ফারুক আমাদের মার্কেটে ব্যবসা করতো। সে খুব ভালো ছেলে ছিল। দুই অটোরিকশা চালকের লোকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে সে মারা গেছে বলে আমাকে জানিয়েছেন স্থানীয়রা।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদক বলেন, দুই অটোরিকশা চালকের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক মিয়া। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।